শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনায় প্রাণ হারালেন দৌলতপুর থানার ওসি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রায় দুই সপ্তাহ লড়াইয়ের পর অবশেষে করোনার কাছে হার মানলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান। মাত্র ৪২ বছর বয়সে বুধবার রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ সেন্ট্রাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এস এম আরিফুর রহমান প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজারবাগের পুলিশ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে তিনি না ফেরার দেশে চলে যান। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ওসি আরিফের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফের মরদেহ খুলনার রূপসা উপজেলায় নিজ গ্রাম সামন্তসেনায় পাঠানো হয়। সেখানে তার দাফন সম্পন্ন হয়। আরিফুর রহমান এক বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। কর্মক্ষেত্রে যেমন তিনি সফল কর্মকর্তা ছিলেন, তেমনি করোনাকালেও তার ভূমিকা প্রশংসা কুড়ায়। তিনি জেলার সব মহলে একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মাদক নির্মূলসহ বেশ কিছু কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর