শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ইউএনওদের নিরাপত্তা

দুই বছরেও কার্যকর হয়নি প্রধানমন্ত্রীর অনুশাসন

নিজামুল হক বিপুল

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুশাসন দুই বছরে কার্যকর হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল চালাচালি ও বৈঠকেই আটকে আছে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের বিষয়টি।

ইউএনওদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আগামী সপ্তাহ থেকেই ইউএনওদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছি। তাদের নিরাপত্তায় আনসার সদস্যদের মোতায়েন করা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। হঠাৎ করে এ রকম একটি ঘটনা ঘটেছে। আমরা তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ রকম ঘটনা যাতে আর না ঘটে সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইউএনওদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুশাসন দুই বছরেও কেন বাস্তবায়ন হয়নি- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সর্বোচ্চ পর্যায় থেকে ইউএনওদের নিরাপত্তার বিষয়টিতে পদক্ষেপ নিতে বলা হয়েছিল। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা চাই, ইউএনওদের নিরাপত্তার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে প্রায় ১৫০টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পলন করছেন নারী কর্মকর্তারা। তাদেরসহ দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ২০১৮ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ইউএনওদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন কিশোরগঞ্জের ডিসি। সম্মেলনের মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনার ও ডিসিদের পক্ষ থেকে ইউএনওদের নিরাপত্তার ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইউএনওদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা দিতে জননিরাপত্তা বিভাগকে উদ্যোগ নিতে নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ইউএনওদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বছরের ফেব্রুয়ারিতে জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়। এতে সাবেক এসডিওরা যে মর্যাদায় ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা পেতেন ইউএনওদেরও একইভাবে নিরাপত্তা দিতে বলা হয়েছে। জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, মাঠ প্রশাসনে ইউএনওরা প্রায় নিরাপত্তাহীন অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এর বাইরেও তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর