মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাকের নিচে পাজেরো উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর ও হবিগঞ্জ প্রতিনিধি

ট্রাকের নিচে পাজেরো উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

হবিগঞ্জে দুমড়ে মুচড়ে যাওয়া পাজেরো জিপ -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। নিহত উপজেলা চেয়ারম্যান কাজল বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। গতকাল বিকালে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর তিনজন হলেন একই গ্রামের আরিফুল ইসলাম, বাঘারপাড়ার রাসেল আহমেদ ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি আক্তার (২০)। এ ঘটনায় নওরিন আক্তার (২৫) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠরা জানান, নাজমুল ইসলাম কাজল পাথরের ব্যবসা করেন। সিলেটে পাথর কেনার জন্য ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, তার ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামসহ পাঁচজনকে সঙ্গে নিয়ে গতকাল ঢাকা থেকে সিলেটের জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। বিকাল ৫টার দিকে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় তার পাজেরো গাড়িটি পৌঁছলে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাজেরো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ। গুরুতর আহত অপর তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি আক্তার ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম। যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে উপজেলা চেয়ারম্যান কাজলের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে গত বছর ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয়ী হন তিনি। এর আগে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন কাজল। সে সময় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে তিনি স্বর্ণপদকও পান। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু সেবারও দলীয় মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত নিজে আর প্রার্থী না হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। এর কিছুদিন পরই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের একটির নেতৃত্ব দিতেন নাজমুল ইসলাম কাজল। বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায় দলের আরেকটি পক্ষের নেতৃত্ব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর