যুক্তরাজ্য লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলীকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়ে এসেছে ব্রিটিশ-বাংলাদেশি হোসাইন শাহ (৪১)। গ্রেফতার হওয়ার পর এ হুমকিদাতা স্বীকার করেছেন, তিনি নিজের বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ হুমকি দিয়েছেন। এ বিষয়ে গত বুধবার স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে শুনানির সময় রুশানারা এমপি জানান, নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বোতে এ বাঙালি স্টকারের অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন তিনি। হুমকিদাতা তাকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হিথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি রুশানারা আলী ও তার পরিবারকে ‘নিগার’ ‘মুসলিমবিরোধী’ ‘ইসরায়েলের এজেন্ট’ ‘ভিলেন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে অতিষ্ট করে তুলেছেন। কোর্টে রুশনারার আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানান, বেথনাল গ্রিনের বাসিন্দা হোসাইন শাহ হাউসিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশানারা আলীর সার্জারিতে গিয়েছিলেন। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট ম্যাসেজে এসব হুমকি দিয়েছেন। হুমকি দেওয়া হয়েছে রুশানারা আলীর ভাইকেও। ম্যাসেজে হোসাইন শাহ এও উল্লেখ করেছেন যে, জৌ কক্স স্টাইলে এমপি রুশানারা আলীকে হত্যা করার জন্য তিনি তার অফিসে একটি হ্যান্ড গান নিয়েও গিয়েছিলেন। অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশানারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হতো। ভীত হয়ে তিনি সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টার পার হয়ে যান। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হোসাইন শাহকে গ্রেফতারের সময় তার ঘর থেকে দুটি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। এদিকে বুধবারের শুনানির দিন হোসাইন নিজের অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, তিনি বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমপি রুশানারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এদিন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। তবে সাজার মেয়াদ ঘোষণা করার কথা স্থানীয় সময় শুক্রবার।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
রুশনারাকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়েছিল এক ব্রিটিশ বাংলাদেশি
আ স ম মাসুম, যুক্তরাজ্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর