যুক্তরাজ্য লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলীকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়ে এসেছে ব্রিটিশ-বাংলাদেশি হোসাইন শাহ (৪১)। গ্রেফতার হওয়ার পর এ হুমকিদাতা স্বীকার করেছেন, তিনি নিজের বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ হুমকি দিয়েছেন। এ বিষয়ে গত বুধবার স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে শুনানির সময় রুশানারা এমপি জানান, নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বোতে এ বাঙালি স্টকারের অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন তিনি। হুমকিদাতা তাকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হিথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি রুশানারা আলী ও তার পরিবারকে ‘নিগার’ ‘মুসলিমবিরোধী’ ‘ইসরায়েলের এজেন্ট’ ‘ভিলেন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে অতিষ্ট করে তুলেছেন। কোর্টে রুশনারার আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানান, বেথনাল গ্রিনের বাসিন্দা হোসাইন শাহ হাউসিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশানারা আলীর সার্জারিতে গিয়েছিলেন। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট ম্যাসেজে এসব হুমকি দিয়েছেন। হুমকি দেওয়া হয়েছে রুশানারা আলীর ভাইকেও। ম্যাসেজে হোসাইন শাহ এও উল্লেখ করেছেন যে, জৌ কক্স স্টাইলে এমপি রুশানারা আলীকে হত্যা করার জন্য তিনি তার অফিসে একটি হ্যান্ড গান নিয়েও গিয়েছিলেন। অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশানারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হতো। ভীত হয়ে তিনি সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টার পার হয়ে যান। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হোসাইন শাহকে গ্রেফতারের সময় তার ঘর থেকে দুটি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। এদিকে বুধবারের শুনানির দিন হোসাইন নিজের অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, তিনি বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমপি রুশানারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এদিন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। তবে সাজার মেয়াদ ঘোষণা করার কথা স্থানীয় সময় শুক্রবার।
শিরোনাম
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
রুশনারাকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়েছিল এক ব্রিটিশ বাংলাদেশি
আ স ম মাসুম, যুক্তরাজ্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর