যুক্তরাজ্য লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলীকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়ে এসেছে ব্রিটিশ-বাংলাদেশি হোসাইন শাহ (৪১)। গ্রেফতার হওয়ার পর এ হুমকিদাতা স্বীকার করেছেন, তিনি নিজের বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ হুমকি দিয়েছেন। এ বিষয়ে গত বুধবার স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে শুনানির সময় রুশানারা এমপি জানান, নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বোতে এ বাঙালি স্টকারের অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন তিনি। হুমকিদাতা তাকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হিথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি রুশানারা আলী ও তার পরিবারকে ‘নিগার’ ‘মুসলিমবিরোধী’ ‘ইসরায়েলের এজেন্ট’ ‘ভিলেন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে অতিষ্ট করে তুলেছেন। কোর্টে রুশনারার আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানান, বেথনাল গ্রিনের বাসিন্দা হোসাইন শাহ হাউসিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশানারা আলীর সার্জারিতে গিয়েছিলেন। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট ম্যাসেজে এসব হুমকি দিয়েছেন। হুমকি দেওয়া হয়েছে রুশানারা আলীর ভাইকেও। ম্যাসেজে হোসাইন শাহ এও উল্লেখ করেছেন যে, জৌ কক্স স্টাইলে এমপি রুশানারা আলীকে হত্যা করার জন্য তিনি তার অফিসে একটি হ্যান্ড গান নিয়েও গিয়েছিলেন। অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশানারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হতো। ভীত হয়ে তিনি সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টার পার হয়ে যান। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হোসাইন শাহকে গ্রেফতারের সময় তার ঘর থেকে দুটি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। এদিকে বুধবারের শুনানির দিন হোসাইন নিজের অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, তিনি বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমপি রুশানারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এদিন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। তবে সাজার মেয়াদ ঘোষণা করার কথা স্থানীয় সময় শুক্রবার।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
রুশনারাকে ১৮ মাস ধরে হত্যার হুমকি দিয়েছিল এক ব্রিটিশ বাংলাদেশি
আ স ম মাসুম, যুক্তরাজ্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর