বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের সাত নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকার অদূরে বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের সাত নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়। গতকাল ভোরে টেকনাফের কাটাবুনিয়া এলাকার অদূরে সমুদ্রে এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের বিসিজি স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার আমিরুল হক বলেন, রাতে কোস্টগার্ডের                নিয়মিত টহল চলার সময় কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি নৌকা দেখা যায়। তখন কোস্টগার্ডের টহল দলটি এগিয়ে গিয়ে নৌকাটি থামাতে বলে। কিন্তু না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের ওপর নৌকা থেকে হামলা চালানো হয়। কোস্টগার্ড তখন গতিপথ পরিবর্তন করে নৌকাটি ধরতে সক্ষম হয়। এরপর তল্লাশি করে ২টি জ্যারিক্যান পাওয়া যায়। তা কেটে ২৮টি প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল। এই পাচার কাজের জন্য নৌকায় থাকা মিয়ানমারের ৭ নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর