করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণের বিরুদ্ধেও বায়োএনটেক-ফাইজারের টিকা কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন। এর আগে সোমবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে এখনকার টিকা কার্যকর। করোনার পরিবর্তিত রূপ যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে জার্মানি প্রেস এজেন্সির সঙ্গে কথা বলেছেন উগুর শাহিন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বায়োএনটেক-ফাইজারের টিকাটি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে কাজ করবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টি নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা ইতিমধ্যে অন্য ২০টি রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে আমাদের তৈরি টিকার সক্ষমতা নিয়ে পরীক্ষা করেছি। গবেষণা ও পরীক্ষার সময় সর্বদাই টিকাটি অন্য রূপান্তরিত ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করেছে।’ তিনি আরও বলেন, ভাইরাসটি হয়তো এখন আরও খানিকটা পরিবর্তিত হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষামূলক গবেষণায় আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। উগুর শাহিন বলেন, বায়োএনটেক-ফাইজারের টিকার জন্য যে অ্যান্টিজেন (জীবাণু প্রতিরোধক) ব্যবহৃত হয়েছে, তাতে ১ হাজার ২৭০টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নতুন স্ট্রেইনে কেবল নয়টি রূপান্তরিত হয়েছে, যা ১ শতাংশের কম। টিকাটি সব প্রোটিন দেখে এবং একাধিক প্রতিরোধ ক্ষমতা তৈরিতে শরীরে কাজ করবে। তবে করোনার নতুন স্ট্রেইনের রূপটিকে খুব সহজভাবে গ্রহণ করার সুযোগ নেই। ইইউর ওষুধ নিবন্ধনবিষয়ক প্রতিষ্ঠান (এমা) গতকাল বায়োএনটেক-ফাইজারের টিকাটি ইইউভুক্ত ২৭ দেশে ব্যবহারের অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে উগুর শাহিন জানিয়েছেন, এমার নিবন্ধনপ্রক্রিয়াটি বেশ লম্বা। তাদের তৈরি টিকা নিয়ে ইইউ কর্তৃপক্ষসহ বিভিন্ন দেশকে তাদের গবেষণা ও টিকার মান নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। উগুর শাহিনের প্রতিষ্ঠান বায়োএনটেক ও সহপ্রতিষ্ঠাতা এবং মেডিকেল ডিরেক্টর ইজলেম তারেসি এখন পর্যন্ত তাদের সংস্থায় তৈরি টিকাটি গ্রহণ করেননি। এ প্রতিষ্ঠানের অন্য গবেষক ও কর্মচারীরা তা গ্রহণ করেননি জানিয়ে তিনি বলেন, জার্মানি সরকারের টিকাবিষয়ক কর্মসূচি অনুযায়ী তাঁদের পর্ব এলে টিকাটি গ্রহণ করবেন।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
করোনার নতুন ধরন প্রতিরোধে কাজ করবে ফাইজারের টিকা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর