শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পরীক্ষা আছে এমন ক্লাসগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ক্ষতি পোষাতে রিকভারি প্ল্যান করা হবে। সে জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী।

গতকাল বিকালে অনলাইনে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া  হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ দুই মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দফতরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে খোলা হবে, কোন শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে এর একটি পরিকল্পনা করতে দুই মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ইতিবাচক মনোভাব নিয়ে সবাই পরামর্শ দিয়েছেন। খোলার জন্য যে প্রাথমিক প্রস্তুতি দরকার তা যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয় সে বিষয়ে নজরদারি করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলো এই প্রস্তুতি সম্পন্ন করবে। এরপর মন্ত্রণালয় পরিস্থিতি দেখে যদি সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর