রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

জাতির পিতার সমাধিতে ভারতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধা নিবেদন করেছেন। বেলা ১১টা ৩৮ মিনিটে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর বঙ্গবন্ধুর আত্মার  শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাছের তন্ময় এমপি উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে কিছু সময় কাটান। বঙ্গবন্ধু ভবন থেকে বের হয়ে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে ১১টা ৫৩ মিনিটে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। দুপুর ১২টায় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের নৌকা চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। দুপুর ১২টা ২ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ত্যাগ করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। নরেন্দ্র মোদি ১১টা ৩৭ মিনিটে ২ নম্বর গেট দিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। তারপর দুই প্রধানমন্ত্রী ধীরপায়ে বেদির দিকে এগিয়ে যান। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ’৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর