রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

আবার বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে সোনার দামের বড় উত্থানের কারণে বাংলাদেশের বাজারেও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। এর ফলে নতুন করে ভরিতে সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়ছে। আজ রবিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি গ্রাম সোনার দাম ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।

এর আগে ঈদের আগে গত ১০ মে বাজুস কর্তৃপক্ষ সোনার দাম বৃদ্ধি করে। সে সময় ভরিতে দাম ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধি পায়।

নতুন করে দাম বৃদ্ধির ফলে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৩৪ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ৬১ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুস কর্তৃপক্ষ জানান, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও নানা ধরনের দাফতরিক জটিলতার কারণে সোনার ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাছাড়া চাহিদার বিপরীতে জোগান কম থাকায় দেশীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর