বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

জবানবন্দির পর মুছার স্ত্রীর জিডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার ওরফে মুছার স্ত্রী নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল দুপুরে রাঙ্গুনিয়া থানায় এ জিডি করেন পান্না আকতার।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, ‘পান্না আকতার গতকাল (সোমবার) আদালতে একটি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ক্ষতি করতে পারেন। তাই নিরাপত্তার শঙ্কা থেকে তিনি থানায় জিডি করেছেন। এরই মধ্যে তার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

পান্না আকতার বলেন, ‘২০১৬ সাল থেকে আমাকে ফোনে হুমকি দিচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা। আলোচিত মিতু হত্যা মামলার আসামি আমার স্বামী মুছা। আমি এ মামলার সাক্ষী। তাই আশঙ্কা করছি হুমকিদাতারা ফের আমার ও পরিবারের ক্ষতি করতে পারে। এ জন্য থানায় জিডি করেছি।’

এর আগে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান মো. রেজার আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মুছার স্ত্রী পান্না আকতার। জবানবন্দিতে তিনি মিতু হত্যার ঘটনায় মুছার সম্পৃক্ততার কথা জানান। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আকতারের সংশ্লিষ্টতা পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়, যেখানে আসামি করা হয় বাবুল আকতারসহ আটজনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর