ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা পদ্ধতি হতে হবে আধুনিক মানের। সমৃদ্ধ গবেষণাগার, গ্রন্থাগার থাকতে হবে। পাঁচটি সূচকে যদি ভালো না করতে পারি, তাহলে কোনো দিন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে পারব না আমরা। র্যাঙ্কিংয়ে থাকার সব সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট অন্য দেশের স্কুলের বাজেটের থেকেও কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গেলে কান্না পায়। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। অন্যগুলোর কথা বাদ দিলাম। শিক্ষার মান, গবেষণার মান হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এটি আমাদের দেশে খুব কম হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা ভর্তি হয়, তাদের ইংরেজি ভাষাজ্ঞান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মতো। অনেক ক্ষেত্রে বাংলাতেও তারা সমৃদ্ধ নয়। এভাবেই চলছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের কতজন বিদেশি এটিও র্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে বিদেশি শিক্ষার্থীদের স্থান সংকুলান হতো না। এখন সেগুলোতে আমাদের শিক্ষকরা থাকছেন। আর বিদেশি কিছু দেশের শিক্ষার্থী, যারা অন্য কোথাও সেভাবে যেতে পারছে না, তারা এখানে পড়তে আসছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্র অনুপাতও সন্তোষজনক নয়। আমি যেখানে ক্লাস নিই সেই ক্লাসে ৮০ জন শিক্ষার্থী বসে। অথচ আন্তর্জাতিকভাবে কোথাও ৩০ জনের বেশি শিক্ষার্থী গৃহীত হয় না। ক্লাসে শিক্ষার্থীরা কথা বলতে শুরু করলে আমি কথা বলতে পারি না। সব শিক্ষার্থীকে চিনিও না। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের চিত্র। তিন গুণ শিক্ষার্থী নিয়ে ক্লাস করাই আমরা। ড. মন্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিকে ও মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে কী মানের শিক্ষার্থী সরবরাহ করা হচ্ছে তার ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার যথাযথ মান না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো ভালো মানের শিক্ষার্থী পাচ্ছে না। আগামী ১০-১৫ বছরে এটি পাওয়া যাবে বলেও মনে হয় না। এ অধ্যাপক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হয় না অনেক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন অরাজকতা চলছে। বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি কলাবরেশন সন্তোষজনক নয় এখানে। সব মিলিয়েই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিম্নমান।
শিরোনাম
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
তিন গুণ শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস
ড. সৈয়দ মন্জুরুল ইসলাম
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর