ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা পদ্ধতি হতে হবে আধুনিক মানের। সমৃদ্ধ গবেষণাগার, গ্রন্থাগার থাকতে হবে। পাঁচটি সূচকে যদি ভালো না করতে পারি, তাহলে কোনো দিন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে পারব না আমরা। র্যাঙ্কিংয়ে থাকার সব সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট অন্য দেশের স্কুলের বাজেটের থেকেও কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গেলে কান্না পায়। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। অন্যগুলোর কথা বাদ দিলাম। শিক্ষার মান, গবেষণার মান হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এটি আমাদের দেশে খুব কম হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা ভর্তি হয়, তাদের ইংরেজি ভাষাজ্ঞান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মতো। অনেক ক্ষেত্রে বাংলাতেও তারা সমৃদ্ধ নয়। এভাবেই চলছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের কতজন বিদেশি এটিও র্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে বিদেশি শিক্ষার্থীদের স্থান সংকুলান হতো না। এখন সেগুলোতে আমাদের শিক্ষকরা থাকছেন। আর বিদেশি কিছু দেশের শিক্ষার্থী, যারা অন্য কোথাও সেভাবে যেতে পারছে না, তারা এখানে পড়তে আসছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্র অনুপাতও সন্তোষজনক নয়। আমি যেখানে ক্লাস নিই সেই ক্লাসে ৮০ জন শিক্ষার্থী বসে। অথচ আন্তর্জাতিকভাবে কোথাও ৩০ জনের বেশি শিক্ষার্থী গৃহীত হয় না। ক্লাসে শিক্ষার্থীরা কথা বলতে শুরু করলে আমি কথা বলতে পারি না। সব শিক্ষার্থীকে চিনিও না। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের চিত্র। তিন গুণ শিক্ষার্থী নিয়ে ক্লাস করাই আমরা। ড. মন্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিকে ও মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে কী মানের শিক্ষার্থী সরবরাহ করা হচ্ছে তার ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার যথাযথ মান না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো ভালো মানের শিক্ষার্থী পাচ্ছে না। আগামী ১০-১৫ বছরে এটি পাওয়া যাবে বলেও মনে হয় না। এ অধ্যাপক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হয় না অনেক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন অরাজকতা চলছে। বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি কলাবরেশন সন্তোষজনক নয় এখানে। সব মিলিয়েই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিম্নমান।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি