মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

তিন গুণ শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস

ড. সৈয়দ মন্জুরুল ইসলাম

তিন গুণ শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা পদ্ধতি হতে হবে আধুনিক মানের। সমৃদ্ধ গবেষণাগার, গ্রন্থাগার থাকতে হবে। পাঁচটি সূচকে যদি ভালো না করতে পারি, তাহলে কোনো দিন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে পারব না আমরা। র‌্যাঙ্কিংয়ে থাকার সব সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট অন্য দেশের স্কুলের বাজেটের থেকেও কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গেলে কান্না পায়। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। অন্যগুলোর কথা বাদ দিলাম। শিক্ষার মান, গবেষণার মান হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এটি আমাদের দেশে খুব কম হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা ভর্তি হয়, তাদের ইংরেজি ভাষাজ্ঞান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মতো। অনেক ক্ষেত্রে বাংলাতেও তারা সমৃদ্ধ নয়। এভাবেই চলছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের কতজন বিদেশি এটিও র‌্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে বিদেশি শিক্ষার্থীদের স্থান সংকুলান হতো না। এখন সেগুলোতে আমাদের শিক্ষকরা থাকছেন। আর বিদেশি কিছু দেশের শিক্ষার্থী, যারা অন্য কোথাও সেভাবে যেতে পারছে না, তারা এখানে পড়তে আসছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্র অনুপাতও সন্তোষজনক নয়। আমি যেখানে ক্লাস নিই সেই ক্লাসে ৮০ জন শিক্ষার্থী বসে। অথচ আন্তর্জাতিকভাবে কোথাও ৩০ জনের বেশি শিক্ষার্থী গৃহীত হয় না। ক্লাসে শিক্ষার্থীরা কথা বলতে শুরু করলে আমি কথা বলতে পারি না। সব শিক্ষার্থীকে চিনিও না। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের চিত্র। তিন গুণ শিক্ষার্থী নিয়ে ক্লাস করাই আমরা। ড. মন্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিকে ও মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে কী মানের শিক্ষার্থী সরবরাহ করা হচ্ছে তার ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার যথাযথ মান না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো ভালো মানের শিক্ষার্থী পাচ্ছে না। আগামী ১০-১৫ বছরে এটি পাওয়া যাবে বলেও মনে হয় না। এ অধ্যাপক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হয় না অনেক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন অরাজকতা চলছে। বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি কলাবরেশন সন্তোষজনক নয় এখানে। সব মিলিয়েই আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে নিম্নমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর