ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা পদ্ধতি হতে হবে আধুনিক মানের। সমৃদ্ধ গবেষণাগার, গ্রন্থাগার থাকতে হবে। পাঁচটি সূচকে যদি ভালো না করতে পারি, তাহলে কোনো দিন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে পারব না আমরা। র্যাঙ্কিংয়ে থাকার সব সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট অন্য দেশের স্কুলের বাজেটের থেকেও কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গেলে কান্না পায়। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। অন্যগুলোর কথা বাদ দিলাম। শিক্ষার মান, গবেষণার মান হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এটি আমাদের দেশে খুব কম হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা ভর্তি হয়, তাদের ইংরেজি ভাষাজ্ঞান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মতো। অনেক ক্ষেত্রে বাংলাতেও তারা সমৃদ্ধ নয়। এভাবেই চলছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের কতজন বিদেশি এটিও র্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে বিদেশি শিক্ষার্থীদের স্থান সংকুলান হতো না। এখন সেগুলোতে আমাদের শিক্ষকরা থাকছেন। আর বিদেশি কিছু দেশের শিক্ষার্থী, যারা অন্য কোথাও সেভাবে যেতে পারছে না, তারা এখানে পড়তে আসছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্র অনুপাতও সন্তোষজনক নয়। আমি যেখানে ক্লাস নিই সেই ক্লাসে ৮০ জন শিক্ষার্থী বসে। অথচ আন্তর্জাতিকভাবে কোথাও ৩০ জনের বেশি শিক্ষার্থী গৃহীত হয় না। ক্লাসে শিক্ষার্থীরা কথা বলতে শুরু করলে আমি কথা বলতে পারি না। সব শিক্ষার্থীকে চিনিও না। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের চিত্র। তিন গুণ শিক্ষার্থী নিয়ে ক্লাস করাই আমরা। ড. মন্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিকে ও মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে কী মানের শিক্ষার্থী সরবরাহ করা হচ্ছে তার ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার যথাযথ মান না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো ভালো মানের শিক্ষার্থী পাচ্ছে না। আগামী ১০-১৫ বছরে এটি পাওয়া যাবে বলেও মনে হয় না। এ অধ্যাপক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হয় না অনেক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন অরাজকতা চলছে। বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি কলাবরেশন সন্তোষজনক নয় এখানে। সব মিলিয়েই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিম্নমান।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা