শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

মোবাইল গ্রাহক যেন হয়রানির শিকার না হন

------- মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

মোবাইল গ্রাহক যেন হয়রানির শিকার না হন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রক্রিয়ায় মোবাইল গ্রাহক যেন কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হন। গ্রাহকদের নিরাপত্তা, অবৈধ মোবাইল ফোন আমদানি বন্ধ ও রাজস্ব ফাঁকি রোধে গতকাল এনইআইআর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে এ প্রক্রিয়ার সুফলগুলো দেখতে পায়। স্বচ্ছ ও চমৎকারভাবে যেন মোবাইল নিবন্ধন করতে পারে। কোনোভাবেই যেন জনগণের কাজ করতে গিয়ে ভোগান্তি না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, সিমের সঙ্গে মোবাইলের আইএমইএ নম্বরটি নিয়ে রাখছি, যাতে অপরাধীদের সহজেই শনাক্ত করা যায়। দুর্বলতার ফাঁক দিয়ে যারা অপরাধ করছে, রাজস্ব ফাঁকি দিচ্ছে          বা অবৈধ মোবাইল আমদানি করছে- তা বন্ধ করতে উদ্যোগ নিচ্ছি আমরা। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর