করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, করোনায় দেশের অবস্থা খুবই খারাপ। গতকাল ভার্চুয়াল আপিল বিভাগের শুনানি চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালত খুলে দেওয়ার আর্জি জানালে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন। শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাই কোর্ট বিভাগের অধিকসংখ্যক বেঞ্চ খুলে দেওয়ার দাবি তোলেন। তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আপনি খবর রাখেন? দেশের অবস্থা খুব খারাপ। জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাই লর্ড সেটা তো জানি। আমি অন্য একটা বিষয়ে বলতে চাই। সেটা হলো লকডাউন ঘোষণার পূর্বে দেওয়া হাই কোর্টের আদেশগুলো পাঠানো/কমিউনিকেট করার ব্যবস্থা করুন। অন্যটি হলো সুপ্রিম কোর্টের করোনা টেস্টের বুথটি খোলা রেখে আইনজীবীদের টেস্টের সুযোগ করে দিন।’ তখন প্রধান বিচারপতি বলেন, আমি তো বাইরের লোক আসতে দিতে চাই না। এ সময় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনা টেস্ট তো হচ্ছে। বেঞ্চের আরেক বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বারের মেম্বাররা (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) কি আসেন? প্রধান বিচারপতি বলেন, আচ্ছা আমরা এটা বুঝে বলব, এটা করলে অনেক লোক চলে আসবে। আইনজীবীরা তো অ্যাফেক্টেড হচ্ছেন। এ সময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে দেখেন আইনজীবীদের জন্য আলাদা একটা বুথের ব্যবস্থা করতে পারেন কি-না? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ওখানে পারা যাবে না। পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের করোনা টেস্ট বুথে আইনজীবীদের আইডি কার্ড দেখে করোনা টেস্টে সম্মতি জানান।
শিরোনাম
- পেটের কারণেই মানুষের মস্তিষ্ক আকারে বড়: গবেষণা
- ডেনমার্কে অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ
- পেনাল্টি মিস করে এমবাপ্পে বললেন, ‘দেখিয়ে দেব কে আমি’
- কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
- গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
- তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: ব্রিটিশ অ্যাডমিরাল
- কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারে সবার ওপরে দক্ষিণ কোরিয়া
- ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
- মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর
- রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী
- মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার
- ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত : চরমোনাই পীর
- চবিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪
- অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় : আইজিপি
- ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
- ৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল
- পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে
- দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট, উত্তেজনা: নেপথ্যে পিঁয়াজ আর দামি হাতব্যাগ!
- কারিগরি-মাদ্রাসা বিভাগের সচিব হলেন কবিরুল ইসলাম
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৭ জুলাই, ২০২১
আপডেট:
করোনায় দেশের অবস্থা খুব খারাপ
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের
২২ ঘন্টা আগে | জাতীয়
ট্রাম্পের পছন্দে এফবিআই প্রধান হতে যাওয়া ভারতীয় বংশোদ্ভূতকে নিয়ে কেন এত বিতর্ক
২৩ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম