সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্যাটিং ব্যর্থতায় বাড়ল অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের বানানো ফাঁদে ধরা খেলেন মাহমুদুল্লাহরা। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও টি-২০ সিরিজে বিধ্বস্ত করতে ধীরগতির ও লো বাউন্সের উইকেট বানানো হয়েছিল মিরপুরে। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ড সিরিজেও সেই পথে হাঁটছিল মাহমুদুল্লাহ বাহিনী। প্রথম দুই ম্যাচ জিতে গতকাল চিরচেনা মিরপুরে নেমেছিল টানা তৃতীয় সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে। তার ওপর ম্যাচটি ছিল টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শততম ম্যাচ। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে গতকাল ১০০ নম্বর ম্যাচ খেলেন মাহমুদুল্লাহ। কিন্তু স্মরণীয় করে রাখতে পারেননি। ব্যাটসম্যানদের যাচ্ছেতাই ব্যাটিংয়ে নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে ৫২ রানে হেরেছে। এজাজ প্যাটেলের ঘূর্ণিতে ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চলতি বছর ১ এপ্রিলেও অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে ৭৬ রানে অলআউট হয়েছিলেন মাহমুদুল্লাহরা। নিজেদের সর্বনিম্ন ৭০ রানের রেকর্ডটিও নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৬ কলকাতায় টি-২০ বিশ্বকাপে। সিরিজের ব্যবধান এখন ২-১। প্রথম দুই ম্যাচ টাইগাররা জিতেছিল ৭ উইকেটে ও ৪ রানে।

নিজের শততম ম্যাচে টস হেরেছেন মাহমুদুল্লাহ। টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। করোনা নেগেটিভ হয়ে খেলতে নেমেই চড়াও ব্যাটিং করেন ফিন অ্যালেন। ১০ বলে ৩ চারে ১৫ রান করেন। সেই শুরুর পর নিউজিল্যান্ডের ইনিংস ২০ ওভারে শেষ হয় ৫ উইকেটে ১২৮। সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলাস। ২৯ বলের ইনিংসে ছিল ৩ চার। টম ব্লান্ডেল ৩০ বলে ৩০ রান করেন। টাইগার বোলারদের মধ্যে সাইফুদ্দিন ২ উইকেট নেন। একটি করে নেন মেহেদী, মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ। একটি উইকেট নিলেই সাকিব আল হাসান যুগ্মভাবে ল্যাসিথ মালিঙ্গার সঙ্গে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ শিকারি হতেন। এখন অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। ১২৯ রানের টার্গেটে দুই ওপেনার মাত্র ২৩ রানের জুটি গড়েন। নাঈম ১৩, লিটন ১৫ রান করেন। সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন মুশফিক। ম্যাচসেরা এজাজ ৪ ওভারের স্পেলে ১৬ রানের খরচে নেন ৪ উইকেট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর