জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত হোন। গতকাল সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, একদিকে বিএনপি তাদের পুরনো সঙ্গী জামায়াত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। ইনু জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গুন্ডাতন্ত্র-বৈষম্য মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। খসড়া রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, আবদুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফিউদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী টুটুল, উপদেষ্টামন্ডলীর সদস্য এম সবেদ আলী, সাবেক এমপি আবদুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আবদুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মো. মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, আবদুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাজিউর রহমান বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, অ্যাডভোকেট নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ। সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মুখপত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বৈঠকে দলের জাতীয় কমিটির সদস্যরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও নির্বাচনী মহাজোটে সমন্বয়হীনতা রয়েছে বলে অভিযোগ করেন। জেলা পর্যায়ের নেতারা জানান, জেলা পর্যায়ে মহাজোট বা ১৪ দলীয় জোটের কার্যক্রমে শরিকদের মূল্যায়ন করা হয় না। গত দেড় বছর ধরে করোনার সংক্রমণের সময় সামাজিক কোনো কার্যক্রমেই শরিকদের ডাকা হয়নি। আরেক জেলার গুরুত্বপূর্ণ নেতা ‘নৌকা’ প্রতীকের পাশাপাশি দলীয় প্রতীক হিসেবে ‘মশাল’ প্রতীকে নির্বাচন করার প্রতি জোর দিতে নেতাদের পরামর্শ দেন।
শিরোনাম
- আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে : অমর্ত্য সেন
- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি স্থগিতে যাত্রী অধিকার ফোরামের প্রতিক্রিয়া
- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : গণশিক্ষা উপদেষ্টা
- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
- ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে : আনসার মহাপরিচালক
- ভর্তি প্রক্রিয়ায় নতুন শিক্ষার্থীদের পাশে বসুন্ধরা শুভসংঘ
- নেত্রকোনায় সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক
- ঝিনাইদহ-যশোর মহাসড়কে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য দাবি
- রিমান্ডের পর হাসপাতালে ভর্তি লঙ্কান সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
- সন্ত্রাসী, খুনী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই: রিজভী
- অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে কাটা পড়ে পায়ূপথের নাড়ি, চারজনের নামে মামলা
- ঢাকার বিমানবন্দর এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার
- বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭
- স্বাধীনতার উদ্দেশ্য গণতন্ত্র-অর্থনৈতিক মুক্তি : মঈন খান
- রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল হবে : স্বাস্থ্য উপদেষ্টা
- লক্ষ্মীপুরে আসন বিন্যাসের পক্ষে-বিপক্ষে মানববন্ধন
- ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব
- যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে সম্মত ইনটেল
- বগুড়ায় গল্প, কবিতা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন মহসিন রাজু
ঘরের শত্রু নিয়ে সতর্ক হোন, প্রধানমন্ত্রীকে ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর