রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিচারহীনতার কারণে সাম্প্রদায়িক সহিংসতা

নিজস্ব প্রতিবেদক

বিচারহীনতার কারণে সাম্প্রদায়িক সহিংসতা

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বিচারহীনতা, পরস্পরের প্রতি দোষারোপ ও পক্ষপাতমূলক আচরণের সংস্কৃতির কারণে দেশে বারবার সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে সুজন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। সুজন সম্পাদক বলেন, অতীতে এ ধরনের ঘটনায় যে অন্যায়-অবিচার হয়েছে, তার বিচার হয়নি। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অন্যায়-অসংগতি হয়, তার বিচার হয় না। আবার আমরা দেখি, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ করেন। আমাদের প্রশাসন ও সরকার সমর্থক কিছু নেতা সাম্প্রতিক হামলার ঘটনায় পক্ষপাতমূলক আচরণ করছেন। অনুষ্ঠানে সুজন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হামিদা হোসেন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর