মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ যাত্রা করছে রেজা-নূরের নতুন দল

নিজস্ব প্রতিবেদক

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হচ্ছে আজ। বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের ১৩তলায় নতুন দল ‘গণপরিষদের’ আত্মপ্রকাশ ঘটবে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না মেলায় শেষ পর্যন্ত দলীয় কার্যালয়েই নতুন দলের যাত্রা শুরু হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় অন্যান্য রাজনৈতিক দল ও সুধীজনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের নতুন দলের যাত্রা শুরু হবে। আমরা বড় পরিসরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠান করতে  চেয়েছিলাম। কিন্তু আনুষ্ঠানিক অনুমতি পাইনি। এ কারণেই পুরানা পল্টনে দলীয় অফিসেই আমরা অনুষ্ঠানের আয়োজন করছি। নতুন দলের শুভক্ষণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাই। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, গত ৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে সেটিও পরিবর্তন করা হয়। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি মেলেনি। তাই দলীয় কার্যালয়েই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর