মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রতিশ্রুত অর্থ ব্যয়ে দক্ষতা বৃদ্ধি প্রয়োজন

জিন্নাতুন নূর

প্রতিশ্রুত অর্থ ব্যয়ে দক্ষতা বৃদ্ধি প্রয়োজন

ড. আইনুন নিশাত

ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু সংকটে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নত দেশগুলো ২০২০ সাল পর্যন্ত বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তারা সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এ জন্য এবারের সম্মেলনে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ধনী দেশগুলো কীভাবে রক্ষা করবে তার একটি পরিকল্পনা উঠে আসতে হবে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত গতকাল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান উপলক্ষে বর্তমানে তিনি স্কটল্যান্ডের  গ্লাসগো শহরে অবস্থান করছেন। ড. আইনুন নিশাত বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থের মধ্যে অর্ধেক টাকা যাবে প্রশমনে আর বাকি অর্ধেক যাবে অভিযোজনে। আমাদের দাবি হচ্ছে, অভিযোজনের জন্য প্রতিশ্রুত টাকার পরিমাণ আরও বাড়াতে হবে। তবে উন্নত দেশগুলো বলছে, ওরা আমাদের যে অর্থ দেবে তা স্বচ্ছভাবে খরচ করতে হবে এবং এর জবাবদিহিতা থাকতে হবে। আর পরিস্থিতি মোকাবিলায় আমাদের যে অনেক টাকা প্রয়োজন সে কথাও উন্নত বিশ্ব মেনে নিয়েছে। তিনি আরও বলেন, যে দেশগুলো এই অর্থ দেবে তাদের আইনগতভাবে তা দেওয়ার জন্য বাধ্য করতে হবে। এরই মধ্যে এ বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে এবার চলতি জলবায়ু সম্মেলনের বৈঠকেও আলোচনা হবে। একই সঙ্গে উন্নত দেশগুলো কবে নাগাদ এবং কীভাবে এই অর্থ দেবে তাও জানতে হবে। আবার প্রতিশ্রুত এই অর্থের যতটুকুই আমরা পাই না কেন সে অর্থ কীভাবে খরচ হবে এ ব্যাপারে আমাদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে হবে। এ মুহুর্তে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত অর্থ ব্যয়ে বাংলাদেশের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।

এই জলবায়ু বিশেষজ্ঞ বলেন, জলবায়ু অভিযোজনের জন্য আমরা ৫০ শতাংশ অর্থ দাবি করছি কিন্তু উন্নত দেশগুলো আমাদের দিচ্ছে মাত্র ১৬ শতাংশ অর্থ। আমরা চাই, উন্নয়নশীল দেশ হিসেবে তাপমাত্রা বৃদ্ধি কমাতে উন্নত দেশগুলো আমাদের দ্রুত অর্থ সহায়তা দেবে।

সর্বশেষ খবর