বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তের হিমোগ্লোবিন অস্বাভাবিকভাবে কমে যাওয়াসহ কিছু জটিলতার কারণে গতকাল সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি করার পরামর্শ দেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নিতে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। তাঁর দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান অনেক বুঝিয়ে তাঁকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। বিকাল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে পেঁৗঁছান খালেদা জিয়া। হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান ও গৃহকর্মী ফাতেমা। সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে এমন খবরে তাঁকে এক নজর দেখতে বিকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সেখানে ভিড় করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার