রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

ফের হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তের হিমোগ্লোবিন অস্বাভাবিকভাবে কমে যাওয়াসহ কিছু জটিলতার কারণে গতকাল সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি করার পরামর্শ দেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নিতে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। তাঁর দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান অনেক বুঝিয়ে তাঁকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। বিকাল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে পেঁৗঁছান খালেদা জিয়া। হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান ও গৃহকর্মী ফাতেমা। সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে এমন খবরে তাঁকে এক নজর দেখতে বিকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সেখানে ভিড় করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

সর্বশেষ খবর