রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
রেইনট্রি ধর্ষণ মামলা

বিচারকের পাওয়ার সিজ করতে চিঠি দেব : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  মন্ত্রী এ কথা বলেন। ধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে বিচারিক আদালতের রায়ের সুপারিশের বিষয়ে আইনমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রায়ের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অবজারভেশনে এ সম্পর্কিত যে বক্তব্য দিয়েছেন এ নিয়ে বলতে পারি, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এ কারণে আগামীকাল (আজ) প্রধান বিচারপতির কাছে বিচারক হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয় সে জন্য একটা চিঠি লিখব।’ বিশিষ্ট আইনজীবী সদ্য প্রয়াত আবদুল বাসেত মজুমদারের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত ‘স্মরণসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও পরিবারবর্গ এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্মরণসভায় আবদুল বাসেত মজুমদারের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আবু, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ। আবদুল বাসেত মজুমদারের ছেলে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা পরিবারের পক্ষ থেকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। স্মরণসভা ও দোয়া মাহফিলে হাই কোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর