রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের আইসিইউতে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

ফের আইসিইউতে রওশন এরশাদ

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফের আইসিইউতে নেওয়া হয়েছে সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ থাইল্যান্ডে অবস্থানরত রওশন এরশাদের ছেলে সাদ এরশাদের বরাতে এ তথ্য জানান। জানা যায়, রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়া ছাড়াও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এ কারণে ২৫ নভেম্বর তাঁকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাঁকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। কিন্তু অল্প কয়েক দিন পরই ফের তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। কাজী মামুন জানান, ‘অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁর বুকে কফ জমে গিয়েছিল। তাঁর অবস্থা আসলে আগের মতোই আছে। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও নানা রোগে ভুগছেন রওশন এরশাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর