বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে ওবায়দুল কাদের

অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে তাঁকে  ভর্তি করা হয়।  তাঁর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তাঁকে হাসপাতালে  ভর্তি থাকার পরামর্শ দিয়েছে। আজ সকাল ১০টায় তাঁকে আবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন। পূর্বের সমস্যার পাশাপাশি তাঁর অ্যাজমা আছে। এ জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে। জানা গেছে, গত সোমবার করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের। এরপর তাঁর জ্বর আসে। গতকাল সকালে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের দর্শনার্থীকে হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি করা হয়। প্রায় দুই মাস সেখানে অবস্থান করে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মে মাসে দেশে ফেরেন ওবায়দুল কাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর