শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

প্রতিদিন ডেস্ক

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির হার্ট ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, তাকে পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ এবং পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : রয়টার্স। খবরে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলেও ধারণা দিয়েছে তারা। তবে মাহাথিরকে কেন ভর্তি করা হয়েছে, তা জানা যায়নি; তার মুখপাত্রও হাসপাতালের বিবৃতির বাইরে কিছু বলতে রাজি হননি।

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের হার্টেও সমস্যা নতুন নয়। তার কয়েকবার হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি হয়েছে। ১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর টানা ২২ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন তিনি; যে দলের হয়ে ক্ষমতায় ছিলেন তাদের হারাতে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে  ফের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মাহাথির। তবে শরিকদের অন্তর্দ্বন্দ্বে ওই সরকার দুই বছরও পূর্ণ করতে পারেনি। প্রধানমন্ত্রী না থাকলেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের প্রভাব এখনো কম নয়।

সর্বশেষ খবর