বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

খালেদার মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও

নিজস্ব প্রতিবেদক

খালেদার মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আইনজীবীরা সবাই মিলে কেন ওনার (খালেদা জিয়া) জামিনের ব্যবস্থা করতে পারলেন না? এ ব্যর্থতার কারণ, তারা ভয় পান, বিচারকরা যদি রিজেক্ট করে দেন।

করলে করবে, সেটা জনগণ দেখুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এনডিপি আয়োজিত ‘রাজবন্দির মুক্তি দাও’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাফরুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া ৮১ দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো?

এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, কল্যাণ পার্টির প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, এনডিপির মহাসচিব শাহ নেয়াজ খান প্রমুখ।

সর্বশেষ খবর