রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের পুলিশ জনবান্ধব

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আজকে যে পুলিশ আমরা দেখছি তা অত্যন্ত জনবান্ধব। বাংলাদেশ পুলিশ রাতদিন অক্লান্ত পরিশ্রম করে নগরবাসীকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। মানুষের সেবায় নিয়োজিত থেকে আত্মত্যাগ রয়েছে পুলিশের অনেক সদস্যের। গতকাল বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ঢাকা মহানগর  পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনতার পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আজকে যদি ঘুরে তাকাই, তাহলে মনে হয় আমরা সেই জায়গায় পৌঁছেছি। আজকে জনবান্ধব পুলিশ তৈরি হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রশংসা দেশের বাইরেও রয়েছে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন। আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অগ্রযাত্রা, সাসটেইনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে তা ধরে রাখার জন্য সাসটেইনেবল পিসের দরকার। সাসটেইনেবল পিস ধরে রাখতে যে সাসটেইনেবল সিকিউরিটি দরকার সেটাই করে যাচ্ছে পুলিশ। শুধু ডিএমপি নয়, পুলিশ আজকে সারা দেশে সক্রিয় আছে বলেই জঙ্গি-সন্ত্রাস দমন করে যাচ্ছি একের পর এক। বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিতের জন্য নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপিকে অনেক তৎপর থাকতে হবে। এর আগে তারা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় মুনশিয়ানার পরিচয় দিয়েছে। আগামী দিনগুলোতে আরও ভালোভাবে সেবা নিশ্চিত করবে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, ঢাকায় তেমন কোনো অপরাধের প্রাদুর্ভাব নেই। আগে আমরা যেসব অপরাধমূলক কার্যক্রম দেখতাম, এখন আর সেগুলো দেখি না। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমরা এমন একটি পুলিশ তৈরি করতে চাই যাতে জনগণ ভালো সেবা পেতে পারে। আর এটি করতে আমরা জনগণের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। পুলিশে খারাপ মানুষের বিরুদ্ধে জিহাদ চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর