শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ই-অরেঞ্জের অর্থ আত্মসাৎ ও পাচার তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ৫৪৭ গ্রাহকের আটকে থাকা ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। চার মাসের মধ্যে এ বিষয়ে দুদক ও বিএফআইইউকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সাবরিনা জেরিন ও এম আবদুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক। ৫৪৭ জন গ্রাহকের পক্ষে আফজাল হোসেনসহ ছয়জন গ্রাহক এ রিট দায়ের করেন। রুলে ই-অরেঞ্জের সঙ্গে জড়িত যারা প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং টাকা উদ্ধার করে কেন গ্রাহকদের ফেরত দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া একই সঙ্গে যারা বিদেশে পালিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিবাদীদের তদন্ত করে চার মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, বনানী থানার সাময়িক বরখাস্ত পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও বীথি আক্তারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর