শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জি-২০ সম্মেলনের প্রধান সমন্বয়ক

নয়াদিল্লি প্রতিনিধি

জি-২০ সম্মেলনের প্রধান সমন্বয়ক

পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়ক (চিফ কো-অর্ডিনেটর) নিযুক্ত হয়েছেন। ‘জি-২০’ হলো বিশ্বের শক্তিধর দেশগুলোর একটি সংস্থা। ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলন হবে ভারতে। এই প্রথম ভারতে জি-২০ সম্মেলন হতে চলেছে। ২০২৪ সালে ভারতের সংসদ (লোকসভা) নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন। পররাষ্ট্র সচিব শ্রিংলা আগামী ৩০ এপ্রিল চাকরি থেকে অবসরে যাবেন। তিনি মে মাসেই জি-২০ শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়ক পদে যোগ দেবেন। পদটি পররাষ্ট্র সচিব পদমর্যাদার।

সর্বশেষ খবর