রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা পরিকল্পনার বৈঠকে অংশ নেওয়া দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নাসির উদ্দিন ওরফে মানিক এবং মোহাম্মদ মারুফ খান। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলায় শুটার মাসুম ৫ এপ্রিল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, ‘হত্যাকান্ডের প্রায় দুই মাস আগে কমলাপুর এলাকায় রুপালি ক্লাবে সন্ত্রাসী মুসার নেতৃত্বে নাসির উদ্দিন গোপন বৈঠকে অংশ নেন। ওই বৈঠক থেকে হত্যার নীলনকশা প্রণয়ন করা হয় বলে জানা যায়। মারুফ খানও ওই বৈঠকে অংশ নেন বলে একাধিক গোপন সূত্রে জানা গেছে। এ ছাড়াও মারুফ খানের সঙ্গে সন্ত্রাসী ফ্রিডম মানিকের যোগাযোগ আছে। ফ্রিডম মানিকের হয়ে মারুফ খান বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে ওই টাকা তার ঘনিষ্ঠজনদের কাছে বিতরণ করেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। আসামিরা হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে প্রতীয়মান হয়েছে।’ বৈঠকে অংশ নেওয়া অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্তসহ গ্রেফতার, হত্যায় ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেল উদ্ধারের জন্য এবং মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে অ্যাডভোকেট মোস্তাক আহমেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। গত বুধবার রাতে মুগদা এলাকা থেকে নাসির উদ্দিনকে এবং শাজাহানপুর এলাকা থেকে মারুফ খানকে গ্রেফতার করা হয়। গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার