শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

টিপু হত্যায় আরও দুই আসামি পাঁচ দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা পরিকল্পনার বৈঠকে অংশ নেওয়া দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নাসির উদ্দিন ওরফে মানিক এবং মোহাম্মদ মারুফ খান। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলায় শুটার মাসুম ৫ এপ্রিল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, ‘হত্যাকান্ডের প্রায় দুই মাস আগে কমলাপুর এলাকায় রুপালি ক্লাবে সন্ত্রাসী মুসার নেতৃত্বে নাসির উদ্দিন গোপন বৈঠকে অংশ নেন। ওই বৈঠক থেকে হত্যার নীলনকশা প্রণয়ন করা হয় বলে জানা যায়। মারুফ খানও ওই বৈঠকে অংশ নেন বলে একাধিক গোপন সূত্রে জানা গেছে। এ ছাড়াও মারুফ খানের সঙ্গে সন্ত্রাসী ফ্রিডম মানিকের যোগাযোগ আছে। ফ্রিডম মানিকের হয়ে মারুফ খান বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে ওই টাকা তার ঘনিষ্ঠজনদের কাছে বিতরণ করেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। আসামিরা হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে প্রতীয়মান হয়েছে।’ বৈঠকে অংশ নেওয়া অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্তসহ গ্রেফতার, হত্যায় ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেল উদ্ধারের জন্য এবং মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে অ্যাডভোকেট মোস্তাক আহমেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। গত বুধবার রাতে মুগদা এলাকা থেকে নাসির উদ্দিনকে এবং শাজাহানপুর এলাকা থেকে মারুফ খানকে গ্রেফতার করা হয়। গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

সর্বশেষ খবর