শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইশরাককে বহনকারী প্রিজনভ্যানে হামলা ১২ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালি থানায় করা বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার মামলায় গ্রেফতার বিএনপির ১২ নেতা-কর্মীর এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ১৮ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন পুলিশ।

 এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১২ আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। এ ছাড়া অন্য ছয় আসামি ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহমেদ মিলন, মাসুদ, ইব্রাহিমের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুজ্জামান মনি, রাসেল, আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, অলি, শোয়েব হোসেন, ইমরান, শহিদুল হক, সেন্টু, কুতুব উদ্দিন ম ল ও আব্দুর রব। মামলা সূত্রে জানা গেছে, পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকায় নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালত থেকে ইশরাককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে তাকে বহনকারী প্রিজনভ্যানে হামলা করে কিছু লোক। এ সময় সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ৮৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ খবর