শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

উত্তেজনা ছড়িয়ে ড্র চট্টগ্রাম টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

শেষ ঘণ্টা বাদে চট্টগ্রাম টেস্টের চার দিনের চিত্র ছিল নি®প্রাণ! অ্যাঞ্জেলি ম্যাথুজ ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও পাঁচ হাজারি ক্লাবের সদস্য এবং নাঈম হাসানের ৬ উইকেট ছাড়া টেস্টে আলাদা করে উল্লেখ করার মতো কিছুই ছিল না। চতুর্থ দিন শেষ বেলায় তাইজুল ইসলামের ঘূর্ণিতে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয় টেস্টে। নাটকীয়তা তৈরি হয়। গতকাল সেই নাটকীয়তার পূর্ণতা দিতে অলআউট ক্রিকেট খেলতে হতো মুমিনুল বহিনীকে। তাইজুল ছাড়া বাকি দুই স্পিনার নাঈম ও সাকিব আল হাসান কোনো প্রভাবই ফেলতে পারেননি শ্রীলঙ্কান ব্যাটারদের ওপর। ফলে চালকের আসনে বসেও টেস্ট জিতে মাঠ ছাড়তে পারেননি মুমিনুলরা। উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত ড্র হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ২৩-২৭ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৫৩ ওভার ব্যাটিং করে। ম্যাথুজের ১৯৯ রানে ভর লঙ্কানদের সংগ্রহ ছিল ৩৯৭ রান। মুশফিকের ক্যারিয়ারের ধীরলয়ের সেঞ্চুরিতে ৬৮ রান এগিয়ে ইনিংস শেষ হয় বাংলাদেশের। টাইগাররা ৪৬৫ রান করে ১৭০.১ ওভারে। ৬৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ৩৯ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সৃষ্টি হয় উত্তেজনার। কিন্তু অধিনায়ক দিমুথ কারুণারত্নে ও নিরোশান ডিকভেলার হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২২০ রান তুলে শ্রীলঙ্কা। চাপের মুখে কারুণারত্নে খেলেন ৫২ রানের কার্যকরি ইনিংস। ১৩৮ বল ও ২০৫ মিনিট স্থায়ী ইনিংসটিতে ছিল মাত্র ২টি চার। গতকাল সকালের সেশনে তাইজুল আরও ২ উইকেট তুলে নিয়ে সফরকারীরা লাঞ্চ বিরতিতে যায় ৪ উইকেটে ১৪৮ রান তুলে। তাইজুলের ঘূর্ণিতে এক পর্যায়ে ১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্ডিমল ও নিরোশান ডিকভেলা অবিচ্ছিন্ন থেকে ৯৯ রান যোগ করেন। ৯০.১ ওভারে ৬ উইকেটে ২২০ রান তোলার পর দুই দলের অধিনায়ক আলোচনা সাপেক্ষে টেস্টের ফল ড্র মেনে নেন। প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা ম্যাথুজ হন ম্যাচ সেরা। ১০৫ রানের ইনিংস খেলার পথে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক গড়েন। তামিম ইকবালকে অপেক্ষায় থাকতে হচ্ছে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হতে। টাইগার ওয়ানডে অধিনায়কের দরকার আরও ১৯ রান।

সর্বশেষ খবর