বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আন্দোলনের জেরে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
জানা যায়, কাজের রেট বাড়ানোর জন্য গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। গতকাল রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস। এ সময় তারা কারখানা খুলে দেওয়া এবং এপিএম হাসমতসহ কয়েকজন সুপারভাইজারের অপসারণ দাবি করেন। পরে তারা লিখিতভাবে কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা দুপুরের পর নিজ নিজ বাসায় চলে যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কাজের রেট, কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অপরদিকে, সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় দুটি কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকরা তাদের ১৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, তিন সড়ক এলাকায় একই মালিকানাধীন স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটিতে ২০২৩ সালে নানা দাবিতে শ্রমিক আন্দোলন হলে কর্তৃপক্ষ বেশকিছু শ্রমিককে ছাঁটাই করে। এসব শ্রমিকের ১৪ মাসের বেতন পাওনা রয়েছে। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মাসের ৭ তারিখ অবশিষ্ট শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু তিন দিন অপেক্ষা করে পাওনা না পেয়ে গতকাল সকালে কারখানার সামনে যান। এ সময় তাদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বাগবিতণ্ডা হয়। এরপর কারখানা দুটির ছাঁটাইকৃত শ্রমিকরা ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। দাবি আদায়ের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকরা। এ বিষয়ে স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, কারখানা দুটির ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের পাওনার জন্য বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।