শিরোনাম
শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

খাদ্য সংকট দূর করতে পুতিনের প্রস্তাব

প্রতিদিন ডেস্ক

খাদ্য সংকট দূর করতে পুতিনের প্রস্তাব

রাশিয়া জানিয়েছে, বিশ্বজুড়ে খাদ্যের যে সংকট দেখা দিয়েছে তা মস্কোর ভুলে নয়। তারপরও শস্য ও সার রপ্তানির মাধ্যমে খাদ্যের ঘাটতি দূর করতে সাহায্যের জন্য রাশিয়া প্রস্তুত আছে। এ ক্ষেত্রে রাশিয়ার ওপর রাজনৈতিকভাবে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সূত্র : আরটি, বিবিসি।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিরের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন। পুতিন বলেন, কৃষি সংকটের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। করোনা মহামারিতে উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে মূলত সংকটের সূচনা হয়। কিন্তু ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার ফলে সংকট ত্বরান্বিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সার ও শস্য রপ্তানির মাধ্যমে খাদ্য ঘাটতি নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে প্রস্তুত আমরা। কিন্তু সে জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। এ সময় মারিও দ্রাঘিরকে পুতিন জানান, রাশিয়া আজভ সাগরকে সামুদ্রিক যান চলাচলের জন্য ফের খুলে দিয়েছে ও বেসামরিক জাহাজ চলাচলের জন্য কৃষ্ণ সাগরে একটি নিরাপদ লেন চালু রেখেছে।

সর্বশেষ খবর