শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

ঢাকাকে বাসযোগ্য করতে নিতে হবে কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকাকে বাসযোগ্য করতে নিতে হবে কঠোর সিদ্ধান্ত

মোবাশ্বের হোসেন

স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, সরকার চাইলেই তিন মাসে ঢাকাকে বাসযোগ্য শহরে পরিণত করতে পারে। কিন্তু এ জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আইন ভাঙলে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাধু ব্যক্তি যেই হোন না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হবে, নদীগুলোকে দূষণমুক্ত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, চাইলেই যে এ শহরের চেহারা পাল্টানো যায় তা আমরা হাতিরঝিলকে দেখে বুঝেছি। এক সময় দুর্গন্ধে নিমজ্জিত হাতিরঝিলে এখন রাজধানীর অন্যতম সুন্দর জায়গায় পরিণত হয়েছে। ঢাকার চারপাশের নদীগুলোকে পরিচ্ছন্ন করে পানি প্রবাহ ফিরিয়ে আনলে ঢাকা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজধানী। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। কালো ধোঁয়া ছাড়ে এমন গাড়িগুলোকে সড়কে নামতে দেওয়া যাবে না। সরকারি কর্মচারীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার রোধ করে গণপরিবহনে যাতায়াতের ব্যবস্থা করতে পারলে গণপরিবহনের চিত্র পাল্টে যেত। প্রভাবশালী সরকারি দলের মন্ত্রী-আমলা আইন ভাঙলে তাকে শাস্তির আওতায় আনতে হবে।

নগরবিশ্লেষক মোবাশ্বের হোসেন বলেন, রাজধানীতে শীতকালে দূষণ বাড়ে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী। এ জন্য রাস্তার দুই পাশে থাকা গাছে মাঝরাতে পানি ছিটাতে হবে। ফলে দিনে ধুলা উড়বে না। এতে সবুজ গাছ বাঁচবে। অক্সিজেন পাবে ঢাকাবাসী। এই শহরে দেশের সর্বোচ্চ কর্তাব্যক্তিরা থাকেন। সেখানকার বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা সত্যিই দুঃখজনক।

সর্বশেষ খবর