মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

ব্যাটিং ব্যর্থতার বৃত্তে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ব্যর্থতার বৃত্তে টাইগাররা

নাজমুল হোসেন শান্ত করেছেন ৪২ রান

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়ায়ও হারের ক্ষণ গুনছে সাকিব বাহিনী। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি, বাউন্স ও সুইংয়ে অসহায় হয়ে পড়েন টাইগার ব্যাটাররা। ১৭৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩২ রান তুলে চতুর্থ দিনে পা রাখে টাইগাররা। সকালের ভারী বর্ষণে আউট ফিল্ড ভারী হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।

টেস্টে প্রথমে ব্যাট করে সাকিব বাহিনীর প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২৩৪। জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০৮ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ১৪৬ রান করেন অলরাউন্ডার কাইলি মেয়ার্স। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মেয়ার্স তার অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করেছিলেন টাইগারদের বিপক্ষে। ১৭৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিন শেষ করে ৬ উইকেটে ১৩২ রান তুলে। পঞ্চাশোর্ধ কোনো ইনিংস নেই টাইগার ব্যাটারদের। সর্বোচ্চ ৪২ রান করেন তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত। ৯১ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার। শূন্য রানে আউট হননি একজনও। অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৬ ব্যাটার রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ একমাত্র দল, যারা এই রেকর্ড গড়েছে তিনবার। ব্যাটিং বিপর্যয়ের ইনিংসে দেশের সেরা ওপেনার তামিম আউট হন ৪ রানে। তরুণ ওপেনার মাহামুদুল হাসান জয় ১৩, এনামুল হক বিজয় ৮ বছর পর টেস্ট খেলতে নেমে পুনরায় ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন ৪। ভালো খেলতে থাকা লিটন আউট হয়েছেন ১৬ রানে। প্রথম ইনিংসে লিটন ৫৩ রান করলে স্কোর ২৩৪ হয়েছিল। অ্যান্টিগায় ৫১ ও ৬৩ রানের ইনিংস খেলা টাইগার অধিনায়ক সাকিব খেলেন ৭ ও ১৬ রানের ইনিংস। কেমার রোচ ৩ উইকেট নিয়ে টপকে গেছেন মাইকেল হোল্ডিংকে। ৭৩ টেস্টে তার উইকেট এখন পর্যন্ত ২৫২টি।

সর্বশেষ খবর