বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তিনি বলেন, বাংলাদেশে আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় ডিবিসি নিউজ কার্যালয় পরিদর্শনে তিনি এসব কথা বলেন। ডিবিসির খবরে বলা হয়, রবার্ট ডিকসন বলেন, নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি। বর্তমান নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো উৎসাহব্যঞ্জক। তবে নতুন নির্বাচন কমিশনের জন্য এখনো সামনে কিছু চ্যালেঞ্জ আছে। আশা করি আগামী ১৮ মাস ইসির জন্য ভালো প্রস্তুতির সময় হবে। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এখানে সুষ্ঠু, অবাধ ও নির্ভরযোগ্য নির্বাচন আশা করি। বাংলাদেশের পদ্মা সেতুর প্রশংসা করে হাইকমিশনার বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সড়ক যোগাযোগ বাড়িয়ে দেবে বহু গুণ। আমি নিজেও পদ্মা নদী ফেরিতে পার হয়েছি। এখন সেতু হওয়ায় স্বল্প সময়ে তা পার হওয়া যাবে। আশা করি অন্যান্য অবকাঠামো যেমন মেট্রোরেল, কর্ণফুলি টানেল এসবও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশের গণমাধ্যম আগামী নির্বাচনের খবর সুষ্ঠুভাবে প্রকাশ করবে বলে আশা করে হাইকমিশনার বলেন, গণমাধ্যম সমাজের জন্য গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের জন্য সত্য বলাটা সব সময় চ্যালেঞ্জের। গণমাধ্যম নির্বাচনের খবর প্রচারে যতটা স্বচ্ছ থাকবে, নির্বাচনও ততটা নিরপেক্ষ হবে।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        