মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ওয়ানডেকে বিদায় বললেন স্টোকস

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেকে বিদায় বললেন স্টোকস

ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বললেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। মাত্র ৩১ বছর বয়সেই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই মহানায়ক। ২০১৯ সালে স্টোকসের ক্যারিশমাতেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংলিশরা। গতকাল স্টোকস জানিয়ে দিয়েছেন, তার পক্ষে এক সঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডেতে ২৯১৯ রান এবং ৭৪ উইকেট শিকার করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোকস লেখেন, ‘আমার জন্য অবসরের সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন ছিল।’

গতকাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতির মাধ্যমে ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন স্টোকস। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে অনেক দিন থেকেই শারিরীক ও মানসিক ধকল যাচ্ছিল তার ওপর দিয়ে। কিছু দিন আগে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিও নিয়েছিলেন। ফিরে আবারও দাপট দেখিয়েছেন বাইশগজে। সব শেষ ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের নেতৃত্বও পেয়ে যান। সাদা পোশাকে একের পর এক ম্যাচ হারতে থাকা ইংল্যান্ড স্টোকসের নেতৃত্ব টানা চার জয় পায়। এমন সুখের সময়ই হঠাৎ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে গুডবাই জানালেন।

 স্টোকস বলেন, ‘ডারহামে (আজ) আমি ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটি ছিল খুবই কঠিন একটি সিদ্ধান্ত। আমি ইংল্যান্ডের জার্সিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমাদের এ পর্যন্ত যাত্রাটা ছিল অসাধারণ।’

বিশ্বকাপ জয়ী এই তারকা দাবি, ‘আমি এই ফরম্যাটে শতভাগ উজাড় করে দিয়ে খেলতে পারছিলাম না। আমার শরীরও সমর্থন করছিল না। সিডিউলও মিলছিল না। শতভাগ দিতে পারলে শুধু জায়গা দখল করে থাকতে চাই না।’

এখন কেবল টেস্ট ও টি-২০ নিয়ে থাকতে চান স্টোকস, ‘এখন আমার মনোযোগ টেস্ট ও টি-২০ ঘিরে। সেখানে আমি নিজেকে শতভাগ উজাড় করে দিতে চাই। ইংল্যান্ডের হয়ে যে ১০৪টি ওয়ানডে খেলেছি, আমি খুবই উপভোগ করেছি। ডারহামে আমার হোম গ্রাউন্ডে আমি ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলব।’

সর্বশেষ খবর