রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

প্রতিটি হামলার জবাব দেব

প্রতিটি হামলার জবাব দেব

ইউক্রেনে চালানো রাশিয়ার প্রতিটি হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ রুশ হামলাগুলোর একটিকেও বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেবে না। এসব হামলার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং হামলার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার অঙ্গীকারের কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের জন্য আরও একটি সামরিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে ৭৭ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে আধুনিক আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স, মর্টার, গোলাবারুদ, জ্যাভলিনও রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, কানাডাসহ ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর