শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে ফের গোলাবর্ষণ

বান্দরবান প্রতিনিধি

বিরতি দিয়ে গত বুধবার রাত থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন প্রদেশের ওয়ালিডং এলাকায় আবারও গোলা বর্ষণ শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, রাত ৮টার দিকে হঠাৎ করে ওপারে বিস্ফোরিত ভারী গোলার শব্দে এপারের তমব্রু, কোনারপাড়া, বাইশফাঁড়ি এলাকা কেঁপে ওঠে।

কোনারপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা দীন মোহাম্মদ জানান, বুধবার রাত থেকে শুরু হয়ে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত শত শত গোলা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে এসএসসি পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষা চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দে পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা তটস্থ রয়েছেন। কোনারপাড়া  শরণার্থী শিবিরের বাসিন্দা বদিউল আলম জানান, গতকাল ভোর ৩টার দিকে সীমান্তের ওপারে একটি জেট বিমানকে চক্কর দিতে দেখা গেছে। তবে বিমান থেকে গোলা নিক্ষেপ বা ফায়ারিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এদিকে সীমান্তের এপারে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির জওয়ানদের নিয়মিত টহল দিতে দেখা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর