মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে, গ্রাহক পর্যায়ে এখনই নয়

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে, গ্রাহক পর্যায়ে এখনই নয়

বিদ্যুতের পাইকারি দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। শিগগিরই এ বাড়তি দামের ঘোষণা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরই মধ্যে সংস্থাটি পাইকারি মূল্যবৃদ্ধির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পাইকারিতে বাড়লেও খুচরা বা গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। বিইআরসির সূত্রে জানা গেছে, বিইআরসি প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ শতাংশ পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এখন ১৫ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করছে। তবে ভর্তুকির পরিমাণের ওপর ভিত্তি করে মূল্যবৃদ্ধির পরিমাণ ১৫ শতাংশের কমবেশি হতে পারে। বিদ্যুতের দাম  ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে সম্প্রতি সরকারপক্ষ  থেকে বিইআরসিকে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি  দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেশে বিদ্যুতের একক পাইকারি  বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন  বোর্ড (বিপিডিবি)। বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করে দেশের পাঁচ কোম্পানি। এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করছে। গত ১৮  মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। যদিও আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে চলতি মাসের ১৪ তারিখ শেষ হচ্ছে বিইআরসির নির্ধারিত সময়।

বিপিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে বিইআরসিতে প্রস্তাব দিয়েছিল বিপিডিবি। ওই প্রস্তাবের ওপর কমিশন গণশুনানি করে গত ১৮  মে। সে সময়ে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিটপ্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব দেয়। বর্তমানে বিপিডিবির সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে পাঁচ টাকা ১৭ পয়সা। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। গণশুনানিতে দাম বাড়ার বিষয়ে বিপিডিবির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিদ্যুৎ উৎপাদনে তাদের ইউনিটপ্রতি খরচ হচ্ছে ৯ টাকারও বেশি। এতে ২০২১-২২ অর্থবছরে বিপিডিবির লোকসান হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এর পরিপ্রেক্ষিতে বিপিডিবি বিদ্যুতের বর্তমান দর ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব দেয়। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের  ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়।

সর্বশেষ খবর