শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ইভিএমে কারচুপির সুযোগ

লালমনিরহাট প্রতিনিধি

ইভিএমে কারচুপির সুযোগ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১৪ দলে আমরা কখনই ছিলাম না। আমরা ১৪ দলের সঙ্গে জোট করায় মহাজোট হয়েছে। এখন আমরা মহাজোটেও নেই।

ইভিএমের ব্যাপারে প্রেসিডিয়াম সদস্য ও কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেব। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যে, ইভিএমে নির্বাচন অবাধ-সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় আছে। ইভিএমে কারচুপির সুযোগ আছে বলে বিশ্বাস করি। মেশিন যদি ভালোও থাকে যারা এটাকে পরিচালনা করবেন তাদের সরকারের প্রভাবে প্রভাবিত হওয়ার সুযোগ আছে। সে হিসেবে বর্তমান সরকার যদি থাকে ইভিএমের সঙ্গে, যে কর্মকর্তা-কর্মচারীরা কাজে সম্পৃক্ত থাকবেন তারা সরকারের পক্ষে বা ইচ্ছামতো ফলাফল তৈরি করতে সক্ষম হবেন বলে আমরা আশঙ্কা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর