শিরোনাম
শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকার পতনে ঐকমত্যের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনে ঐকমত্যের বিকল্প নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এ সরকার পতনের জন্য সব দলের ঐকমত্যে পৌঁছানো জরুরি। তা না হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সুতরাং সরকার পতনে ঐকমত্যের কোনো বিকল্প নেই। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, এই সরকার দেশটাকে একটা অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার নেই। কথা বলার অধিকার নেই। প্রতিবাদ করার সুযোগ নেই। মানুষের ঘরে বিদ্যুৎ নেই। খাবার নেই। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। প্রজন্ম দলের নেতা শাহিনুর মল্লিক জীবনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

সর্বশেষ খবর