শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
করা হয়েছিল অপহরণ

ভারতীয় বংশোদ্ভূত চারজনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহরণ হওয়ার দুই দিন পর ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চারজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড শহরে নিজেদের মালিকানাধীন একটি ট্রাক কোম্পানি থেকে ওই চারজন অপহরণ হন। বুধবার তাদের লাশ পাওয়া যায়। খবর বিডি  নিউজের। জানা গেছে, নিহতদের মধ্যে ৮ মাস বয়সী একটি শিশু রয়েছে, তার নাম আরোহী ধেরি। সোমবার সকালে মা জেসলিন কৌর (২৭), বাবা জশদীপ সিং (৩৬) ও চাচা আমনদীপ সিংয়ের (৩৯) সঙ্গে তাকেও অপহরণ করা হয়েছিল। বুধবার সংবাদ ব্রিফিংয়ে মার্সড কাউন্টির শেরিফ ভার্নন ওয়ার্নক বলেন, আমাদের সবচেয়ে বড় আশঙ্কাটাই সত্যি হলো। আমরা চার অপহৃতকে পেয়েছি, তবে তারা মৃত। এ ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাদো নামে ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। মার্সড কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগে আত্মহত্যার চেষ্টা করা জেসুসকে হাসপাতালে ভর্তি করা হয়। চারজনকে অপহরণ এবং পরে তাদের লাশ পাওয়ার ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না তা জানতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনার মোটিভ সম্বন্ধে কিছু জানা যায়নি।

সর্বশেষ খবর