এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নাটোরে দুজন নিহত হয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধে আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে রংপুরে বল্লমবিদ্ধ হয়ে মারা গেছে এক স্কুলছাত্র। এ ছাড়া সম্মেলন কেন্দ্র করে নেতৃত্বপ্রত্যাশীদের মধ্যে লালমনিরহাটে হাতাহাতি, লক্ষ্মীপুরে চেয়ার ছোড়াছুড়ি এবং কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অনেকে। কয়েক জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল দেশের বিভিন্ন স্থানে এসব ঘটে। বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী ও রুহুল আমীন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালামসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ মোতায়েন রয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সঙ্গে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে প্রথমে আফতাব গ্রুপের সমর্থকরা বামিহাল গ্রামের কুদ্দুস সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে কুদ্দুস গ্রুপের তিনজন আহত হন। পরে কুদ্দুসের নেতৃত্বে তার সমর্থকরা আফতাবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আফতাব আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষণা করেন। আহত কালামসহ তিনজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুদ্দুস গ্রুপের সদস্য রুহুল আমীনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে আফতাব আলীর মৃত্যু হয়। সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার জানান, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
রংপুর : পীরগঞ্জে স্কুলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে রমজান আলী ওরফে আকাশ নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন পীরগঞ্জ থানার ওসি, পাঁচ পুলিশ সদস্যসহ ১৫ জন। গতকাল দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের কৃষক আনোয়ারুল ইসলামের ছেলে ও খেতাবপাড়া পিএমএ উচ্চবিদ্যালয়ের ছাত্র। স্থানীয়রা জানান, সংঘর্ষে জড়িত সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
পুলিশ জানায়, খেতাবের পাড়া পিএমএ উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি নির্বাচনে আনোয়ারুল ইসলামের প্যানেল হেরে যায় এবং প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার সমর্থিত প্যানেল থেকে তিনজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বাবু স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। দুর্গাপূজাসহ ১০ দিন ছুটির পর গতকাল স্কুল খুললে আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী প্রধান শিক্ষক ও সভাপতি শহীদুল ইসলাম বাবুকে স্কুলে প্রবেশে বাধা দেন। এতে দুই গ্রুপের সংঘর্ষে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রমজান আলী ওরফে আকাশ বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়ালকে মারধর করে স্কুলকক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গ্রামবাসীর হামলায় এসআই আশরাফুল, এসআই নজরুল, এসআই রিয়াজুল, এসআই আকতার ও মহিলা পুলিশ সদস্য জ্যোতি আকতার এবং স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার আহত হন। পরে দাঙ্গা পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং ছয়জনকে আটক করে। বর্তমানে এলাকা থমথমে। তবে পুলিশ মোতায়েন রয়েছে। পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল জানান, ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
লক্ষ্মীপুর : রামগতি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর অনুসারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলির উপস্থিতিতে এ ঘটনা ঘটে। উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। মঞ্চে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপিসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের পতাকা উত্তোলনের পর অতিথিরা মঞ্চে ওঠেন। এরপর মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী তাওহিদুল ইসলাম সুমন ও শাহেদ আলী মনু পাটওয়ারীর নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষে চেয়ার ছোড়াছুড়ি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে কেন্দ্রীয় ও জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুমন চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং মনু পাটওয়ারী চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লালমনিরহাট : কমিটি গঠন নিয়ে লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি ঘোষণা না দিয়ে সার্কিট হাউস থেকে ঘোষণা হবে জানিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতারা লালমনিরহাট সার্কিট হাউসে পৌঁছান। তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচনের দাবি নিয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সার্কিট হাউস এবং আশপাশে অবস্থান নেন। উভয় পক্ষ স্লোগান ও দাবি জানিয়ে মিছিল করতে থাকে। একপর্যায়ে গভীর রাতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। আওয়ামী লীগ কর্মীরা সার্কিট হাউসের দরজা-জানালা ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুই গ্রুপের হাতাহাতির সত্যতা নিশ্চিত করে বলেন, তেমন কোনো বড় ঘটনা নয়। বড় দলে এমন বিচ্ছিন্ন ঘটনা হয়েই থাকে। জানা গেছে, শনিবার দিনব্যাপী আদিতমারীর সরকারি জিএস স্কুল মাঠে উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন হয়। প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা নিয়ে ডেলিগেট ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি থেকে আসা হাইব্রিড নেতাদের কমিটিতে না নেওয়ার দাবি তোলেন তৃণমূল কর্মীরা। রাতে মাহমুদ ওমর চিশতীকে সাধারণ সম্পাদক করার দাবিতে তার সমর্থকরা কেন্দ্রীয় ও জেলা নেতাদের সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করে যাওয়ার দাবি তুলে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফি ঘোষণা দেন, সার্কিট হাউসে গিয়ে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।
রাত সাড়ে ১০টায় পুলিশ পাহারায় কেন্দ্রীয় নেতারা সম্মেলন মাঠ ছেড়ে সার্কিট হাউসে যান। সেখানে ভোর ৪টা পর্যন্ত কয়েক দফা বৈঠকের পরও কমিটি ঘোষণা করতে পারেননি। সূত্র জানান, আদিতমারী উপজেলা বিএনপি সভাপতি সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যানকে সভাপতি ও আগের কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার চেষ্টা চলে। একপর্যায়ে সার্কিট হাউসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কিশোরগঞ্জ : হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে সদর বাজারে সংঘর্ষ ঘটে। সদ্য ঘোষিত কমিটির নেতাদের গতকাল বেলা ১১টার দিকে বরণ করে নেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী। পরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাসপাতাল মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখানে পদবঞ্চিত নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।