ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে সাতজনের। চলতি মাসের ১৯ দিনেই ৫১ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে মৃত্যু হয়েছিল ৩৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন। বর্তমানে সারা দেশে ভর্তি আছেন ৩ হাজার ৩০৪ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি আছেন ২ হাজার ২৪৭ জন।
অন্যদিকে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার এক দিন কমার পর গত তিন দিন টানা বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩০০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৭.১৮ শতাংশ। এ সময় মারা গেছেন দুজন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৯ জন। বর্তমানে ঢাকাতে ২ হাজার ২৪৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। চলতি বছর মোট ২৭ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯২ জন। মোট মারা গেছেন ১০৬ জন, যার মধ্যে চলতি অক্টোবরেই ৫১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ১৫ অক্টোবর করোনা সংক্রমণ শনাক্তের হার আগের দিনের চেয়ে দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭.৭৮ শতাংশে। ১৬ অক্টোবর কমে হয় ৫.৮৬ শতাংশ। পরের তিন দিনই বৃদ্ধি পায়। ১৭ অক্টোবর ৬.৯২ শতাংশ, ১৮ অক্টোবর ৬.৯৭ শতাংশ ও গতকাল ৭.১৮ শতাংশ শনাক্ত হারের খবর দেয় অধিদফতর।
গত এক দিনে মৃতদের মধ্যে একজন ছিলেন নারী ও একজন পুরুষ।একজনের বয়স ৪১ বছরের কম, অপরজন ছিলেন সত্তরোর্ধ্ব। উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে নেত্রকোনায় একজন ও সিলেট জেলায় একজন মারা গেছেন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৩ হাজার ৪১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৫ হাজার ৮১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১১ জন।