বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে মুখোমুখি দুই দল

গণসমাবেশ ঘিরে উত্তেজনা

রাহাত খান, বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। ৫ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজপথে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত কয়েকদিন ধরে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে তারা। অপরদিকে ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করতে ১০ নভেম্বর পর্যন্ত বরিশালে প্রতিদিন সব ওয়ার্ডে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। একই সময় প্রধান দুই দল রাজপথে থাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে নগরবাসী। বিএনপির দাবি, তাদের গণসমাবেশ ব্যাহত করতে উদ্দেশ্যমূলকভাবে কর্মসূচি দিয়েছে যুবলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফলের লক্ষ্যে তৃণমূল উজ্জীবিত রাখতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দাবি আওয়ামী লীগের। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ    সফল করতে ২৯ অক্টোবর থেকে ব্যাপক প্রচারণা শুরু করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলসহ অন্যান্য সংগঠনও প্রস্তুতি সভা, পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ করছে। গতকাল দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে নগরীর নাজির মহল্লা থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিএনপি। এর আগে সকালে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল করে যুবদল। দুপুর ১টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি। গণসমাবেশ সফল করতে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ্যানে ৩০টি ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ৪ নভেম্বর পর্যন্ত নগরীর প্রতিটি ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন গণসংযোগসহ প্রচারণা চালাবে। এদিকে ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। যুবলীগের ব্যানারে কর্মসূচি হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছে মিছিলে। মিছিলের মাধ্যমে তৃণমূলকে উজ্জীবিত রেখে ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক সমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু। পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে গত সোমবার নগরীর কালীপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের বিরুদ্ধে। বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিএনপি এবং কেন্দ্রীয় সমাবেশ সফল করতে যুবলীগ রাজপথে থাকায় যে কোনো সময় বড় ধরনের সংঘাত হতে পারে বলে আশঙ্কা জনসাধারণের। তবে কোনো সংঘাতের উদ্দেশ্যে নয়, কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে তৃণমূল যুবলীগ নেতা-কর্মীদের চাঙা রাখতে ১০ নভেম্বর পর্যন্ত সব ওয়ার্ডে যুবলীগের মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দাবি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুর। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। শুধু অভিযোগ করার জন্যই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছে বলে তিনি দাবি করেন। এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, তারা ৪ ও ৫ নভেম্বর বাস-লঞ্চ এবং থ্রি হুইলার বন্ধ করেছে। পায়ে পা দিয়ে ঝগড়ার উদ্দেশেই তারা এই কর্মসূচি নিয়েছে। ৫ নভেম্বর জনস্রোতে সব বাধা উড়ে যাবে বলে তিনি দাবি করেন। বিএনপির সংবাদ সম্মেলন : বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ : আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ক্ষমতাসীনরা পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন। গতকাল দুপুরে বরিশাল প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে সেলিমা রহমান বলেন, ইতোমধ্যে জেলার উজিরপুর, বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় ক্ষমতাসীনরা হামলা চালিয়ে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীকে আহত করেছে। পটুয়াখালী শহরে বিএনপির মিছিলে হামলা হয়েছে। বরগুনায় যুবদল নেতা মিরাজুর রহমান সৈয়দকে গ্রেফতার করা হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির ওপর ক্ষমতাসীনদের নিপীড়ন আরও বেড়েছে। গণসমাবেশমুখী বিএনপি নেতা-কর্মীদের আটকাতে ক্ষমতাসীনরা প্রত্যন্ত অঞ্চলের মোড়ে মোড়ে চৌকি স্থাপন করেছে। সব বাধা উপেক্ষা করে বিএনপি ৫ নভেম্বর বরিশালে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করবে বলে বক্তব্যে বলেন তিনি। এ সময় বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী সোহেল, বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামন ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

পিরোজপুরে নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপি। সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশের এসব কার্যকলাপের প্রতিবাদে এবং প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতারা।

গতকাল সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ, আবদুস সালাম বাতেন, সরোয়ার হেসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর