বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্থানীয় ভোটেও সংঘাত

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ ৩, টাঙ্গাইল ও সিলেটে আটক ৫

প্রতিদিন ডেস্ক

উপজেলা ও পৌরসভা উপনির্বাচনকে কেন্দ্র করে গতকাল কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন, টাঙ্গাইলের গোপালপুরে ভোট কেন্দ্র থেকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন একজন এবং সিলেটের বিশ্বনাথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ চারজন আটক হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- ফারুক (২৮), সাইফুল ইসলাম (২৫) ও সোহেল রানা (৩৫)। গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। গুলিবিদ্ধ সোহেল রানা জানান, গজারিয়ার ১ নম্বর হোসেন্দী ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজি মাহবুব মোটরসাইকেল প্রতীক ও নৌকা প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মনিরুল হক মিঠুর লোকজন গুলি চালায়। তখন আমরা তিনজন গুলিবিদ্ধ হই। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানিয়েছেন, শটগানের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ভোটগ্রহণের সময় ভোট কেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের আগের রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতির ছোট ভাই গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল সকালে উপজেলার বড় উঠান ইউনিয়নের ভোট কেন্দ্র থেকে তাদের আটকের নির্দেশ দেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিশ্বনাথ (সিলেট) : সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও পুলিশের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়ার সময় আবদুশ শহীদ নামে স্থানীয় সাবেক ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ওই ওয়ার্ডের মাদানীয়া মাদরাসা ভোট কেন্দ্র থেকে তাদের আটক করে থানা পুলিশ। আবদুশ শহীদ পৌর শহরের জানাইয়া মশুলা গ্রামের মৃত হাজি তোতা মিয়ার ছেলে। আটক অন্য তিনজন হলেন- আবদুশ শহীদের ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন, মাওলানা সালেহ আহমদ ও উজ্জ্বল নামের এক ভোটার। তারা সবাই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সালামের সমর্থক ও চাচাতো ভাই বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাদানীয়া মাদরাসা ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দেওয়ায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজর আলী সেখানে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের বাইরে থাকা কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম ও তার সমর্থকদের পাশাপাশি অন্য কাউন্সিলর প্রার্থীরা উত্তেজিত হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় সেখান থেকে দৌড়ে সরে যেতে গিয়ে আহত হন আবু সাইদ নামের এক ব্যক্তি। পরে এ ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আবদুশ শহীদ। এ নিয়ে পুলিশ ও তার ভাইদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেত্রকোনা : শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদের ভোট গ্রহণ। গতকাল সকাল থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৩৬টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেছেন ভোটাররা। জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও বড়তারা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান এ তথ্য জানান। গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আমখোলা গ্রামের ইউপি সদস্য পদে উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইউপি উপনির্বাচনে আপেল মার্কা প্রতীক নিয়ে কালাম গাজী ১ হাজার ৫২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর