বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বেশির ভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না : ইউনেস্কো

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো বলেছে, সারা বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয় না। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। রয়টার্স, এনডিটিভি।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে এক বিবৃতিতে বলেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না। ইউনেস্কোর একটি প্রতিবেদনে বলা হয়েছে- ২০২০ ও ২০২১ সালে কর্মরত অবস্থায় ১১৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। ৯১ জনকে হত্যা করা হয়েছে, যখন তারা কর্মরত ছিলেন না। বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়। তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। ইউনেস্কো আরও জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এ সংস্থাটি বিচারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।

সর্বশেষ খবর