শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সংকট ভালো মানের হাসপাতালের

------ ডা. রশিদ-ই-মাহবুব

সংকট ভালো মানের হাসপাতালের

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেছেন, ‘দেশের মানুষ নানা কারণে বিদেশে চিকিৎসা নিতে যান। এর মধ্যে মানসিক আস্থার সংকট অন্যতম। আবার ১৬ কোটি মানুষের জন্য যত ভালো মানের হাসপাতাল থাকার কথা, সেটা সরকারি কিংবা বেসরকারিভাবে নেই। ভৌগোলিক অবস্থানের কারণে অনেকে প্রতিবেশী দেশে যান।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিকিৎসার জন্য মানুষ বিদেশনির্ভর হয়ে পড়ছে কেন- জানতে চাইলে ডা. রশিদ-ই-মাহবুব বলেন, ‘বিদেশে মানুষ বেড়াতেও যান। বিদেশে কারও বেড়াতেও ভালো লাগে। আবার অনেকে চিকিৎসাও করিয়ে আসেন। একসঙ্গে দুই কাজ হয়। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির উন্নয়ন তেমন ঘটেনি। কাজেই রোগীরা বিদেশমুখী হন। কারণ শরীরটা তার নিজের। রোগী যদি মনে করেন এখানকার চিকিৎসা ভালো না, তাহলে তিনি বিদেশ যাবেনই। আসলে এটা রোগীর চিন্তাভাবনার ওপর নির্ভর করে।’ দেশবরেণ্য এই চিকিৎসক বলেন, ‘তবে একটা বিষয় ঠিক, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতাও ভালো না। আমাদের দেশের রোগীরা বেশি ভারতে যান। কারণ ভারতে অনেক নামকরা ভালো হাসপাতাল আছে, যা আমাদের দেশে নেই। আমাদের চিকিৎসাব্যবস্থা যখন আরও উন্নত হবে, তখন রোগীরা বিদেশমুখী হবেন না। সবাই যে বিদেশ গিয়ে ভালো চিকিৎসা পান তাও কিন্তু না। ওখানে গিয়েও রোগীরা অনেক সময় প্রতারিত হন। সবাই ভালো চিকিৎসা পান না।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেন, ভৌগোলিক কারণে রোগীদের ভারত যাওয়ার প্রবণতা লক্ষণীয়। যেমন- যশোর থেকে কলকাতা কাছে হয়। কাজেই যশোরের মানুষ সাধারণত চাইবেন, যেহেতু কলকাতা কাছে তাই কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে। যোগাযোগব্যবস্থার ফলেও রোগী অন্য দেশে চিকিৎসা নিতে যান।

সর্বশেষ খবর