রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সিপিবি নেতাদের ওপর পুলিশি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সূত্রাপুর থানা সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সিপিবি। গতকাল সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, রাজধানীর বাহাদুর শাহ পার্কে বেলা ১১টায় বাংলাদেশ হকার্স ইউনিয়নের সূত্রাপুর থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির উপদেষ্টা ও সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খান। সভা চলাকালীন পুলিশ সমাবেশে বাধা প্রদান করে, ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও কমরেড মঞ্জুরুল আহসান খান ও নেতাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে সমাবেশে লাঠিচার্জ করে। সূত্রাপুর থানার ওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই ন্যকারজনক হামলা সংঘটিত হয়। হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। রুহিন হোসেন প্রিন্স মোবাইলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্জুরুল আহসান খানের মতো একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতার ওপর হামলা বা শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশে ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ একটা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কাম্য নয়। মঞ্জুরুল আহসান খানসহ সিপিবির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে সরকার তার স্বৈরাচারী মনোভাবের চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে। সরকার বুঝিয়ে দিয়েছে তাদের মনে ভয় ধরেছে, যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে তারা সবাইকে দমিয়ে রাখতে চায়। এর প্রতিবাদে আমরা সারা দেশে প্রতিবাদ গড়ে তুলব। গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটাব। এদিকে বাহাদুর শাহ পার্কে হামলার প্রতিবাদে গতকাল বিকালে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি। বিক্ষোভ কর্মসূচিতে নেতারা বলেন, পুলিশের  স্বৈরাচারী মনোভাব আজ এমন জায়গায় পৌঁছেছে যে, হরহামেশাই তারা মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করতে দ্বিধাবোধ করছে না। মানুষের বাকস্বাধীনতা, ট্রেড ইউনিয়ন বা সংগঠন করার অধিকার ইত্যাদির বিরুদ্ধে যারা গুন্ডামি-মাস্তানি করছে তাদের পরিণতি ভালো হবে না। মঞ্জুরুল আহসান খানের মতো একজন বর্ষীয়ান নেতার গায়ে পুলিশের ওসি হাত তুলতে পারেন, শেখ হাসিনার শাসনে দেশ এই জায়গায় পৌঁছেছে। কর্মসূচি থেকে অবিলম্বে হামলাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাইফুল সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মো. শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, হকার্স ইউনিয়নের সভাপতি সিপিবি জাতীয় পরিষদ সদস্য আবদুল হাশিম কবির প্রমুখ।

 

সর্বশেষ খবর