বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি

-------- ড. মোহাম্মদ ফরাস উদ্দিন

আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, এ মুহূর্তে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। দেশের ব্যাংকিং ব্যবস্থার স্বাস্থ্য অনেক সুস্থ, সবল ও নিরাপদ আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর এসব কথা বলেন। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বাংলাদেশের ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। মার্কিনিদের প্রিয় ব্যাংক বিশ্ববিখ্যাত বিসিসিআইর দুনিয়াব্যাপী কার্যক্রম বন্ধ হয়ে যায় আশির দশকে। কিন্তু বাংলাদেশে ওই ব্যাংকের কার্যক্রম আমরা বন্ধ হতে দিইনি। সমস্ত আমানতকারী ব্যাংকের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন। পরে ওই ব্যাংক থেকে সরকার আরেকটা ব্যাংক তৈরি করেছিল। কাজেই এখনো সরকার ও বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকই বন্ধ হতে দেবে না।’

তিনি বলেন, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আমানতকারীদের আতঙ্কিত হতে হবে। এ মুহূর্তে দেশের ব্যাংকিং ব্যবস্থার স্বাস্থ্য খুব সুস্থ আছে, সবল আছে এবং নিরাপদ আছে। বৈদেশিক মুদ্রা বিনিময়, আমদানি ও রিজার্ভ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এসবের বেশি ভাগেরই বাহুল্য আছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভের চেয়ে অনেক কম রিজার্ভ থাকার পরও বাংলাদেশ ডিল করেছে সফলভাবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘এটা থেকেও আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এগুলো যারা করেছে, তারা আমাদের ক্ষতি করতে চাইছে, বাংলাদেশের ক্ষতি করতে চাইছে। সরকারের ক্ষতি করতে চাইছে এটা তো এক কথা। কিন্তু বাংলাদেশের বেশির ভাগ ক্ষতি করতে চাইছে। কাজেই তাদের বোঝা উচিত বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তান বা মিয়ানমারের মতো দুর্বল ভিত্তির ওপরে নয়।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত সবল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকবে। খামাখা এসব গুজব ছড়ানো হচ্ছে। কিছু ব্যাংক তো দুর্বল আছে, সব ব্যাংকই সবল না। ফলে দুর্বল ব্যাংকগুলোর ওপর চাপ পড়ে যাচ্ছে। ব্যাংকগুলোতে আমানত সংকটের কথা নেহাতই গুজব। কোনো ভিত্তি নেই।

সর্বশেষ খবর